Teachers

Sordar Badiul Alam

সকল প্রশংসা মহান আল্লাহর যিনি মানব জাতিকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন এবং সৃজনী ক্ষমতা দান করেছেন। “জামালপুর কালিয়াকৈর এম ই এইচ আরিফ ইনস্টিটিউট” গাজীপুর জেলার কালিয়াকৈর থানার একটি শ্রেষ্ঠ বিদ্যাপিঠ। আমরা বৃহৎ জনগোষ্ঠীর  কোমলমতি শিক্ষার্থীর এক ক্ষুদ্র অংশকে নিয়ে কালের খেয়ায় এগিয়ে যাচ্ছি, মানুষকে মানবসম্পদে পরিণত করার মহান ব্রত সামনে রেখে। বাংলাদেশ সরকারের আরোপিত পাঠ্যক্রম অনুসরণ করে ভবিষ্যতের সুনাগরিক গড়ার প্রয়াসে উত্তরোত্তর সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে আমাদের বিদ্যাপীঠ।


“দিন বদলের বইছে হাওয়া, শিক্ষা আমাদের প্রথম চাওয়া”


“যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত”
বিশ্বে বাংলাদেশেকে সমুন্নত করণে প্রথমেই প্রয়োজন শিক্ষা। অর্থনৈতিক প্রবৃদ্ধি, সুশাসন, দক্ষ জনশক্তি ও বিশ্বের বুকে মাথা উঁচু করে দাড়ানোর  ক্ষেত্রে শিক্ষা তথা মানসম্পন্ন শিক্ষার কোন বিকল্প নাই।  বিদ্যালয়টির মান যাতে উত্তোরোত্তর বৃদ্ধি পায় সে লক্ষ্যে আমরা নিরন্তর কাজ করে যাচ্ছি।